৩০ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে কৃষকের মাঠ দিবস পালিত

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে ডাল জাতীয় ফসলের উন্নত বীজ সংরক্ষণে কৃষকদের উদ্ভুদ্ধকরণে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত উপজেলার মধ্য কধুরখীল ও ইমামুল্লারচরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদ মো. আতিক উল্লাহ।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রাম জেলার অতিরিক্ত পরিচালক মো. মোফাজ্জল করিম।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৌমিত্র দে ও লক্ষণ কুমার কারনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রাম জেলার প্রশিক্ষণ অফিসার মো. কবির হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রাম জেলার বীজ প্রত্যয়ন অফিসার মো. আব্দুচ সোবহান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রণব কান্তি দে,অঞ্জন ধর, সুপ্রিয়া চৌধুরী, ইউ পি সদস্য তৌহিদুর রহমান ও কৃষক মনছুর আলম।

আরও পড়ুন