বোয়ালখালী প্রতিনিধি »
বাংলাদেশ কৃষক লীগ বোয়ালখালী শাখার বর্ধিত সভা উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বিকেলে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির আহবায়ক আকবর আলী চৌধুরী।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সদস্য সচিব রেজাউল করিম রেজা, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আতিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি আব্দুল মান্নান, মোয়াজ্জেম হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক সত্যপ্রিয় বড়ুয়া উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি এনাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল, সাইফুল আলম, পৌরসভা কৃষক লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক তালুকদার প্রমুখ।
সভায় আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে দলীয় নেতা কর্মীদের সুসংগঠিত আহবান জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।













