২৯ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে গ্রাম পুলিশের উপর হামলা, গ্রেফতার ৩

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা জমির বিরোধের জেরে মো. জালাল আহমেদ (৬২) নামের এক গ্রাম পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, রবিবার (২ মে) বিকেলে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দ নগর গ্রামের গ্রাম পুলিশ জালাল আহমদকে মারধর করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৫জনকে আসামী করে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের সোমবার (৩ মে) আদালতে সোপর্দ করা হয়ে বলে জানিয়েছেন ওসি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রহমত উল্লাহ বলেন, রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মৃত কালা মিয়ার ছেলে আবদুস সালাম (৬২), মাহতান (৫০) ও মো. বাবুল (৪৫) গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন