২৮ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ল ৪ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে চুলার আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে।

রোববার (২৮ আগস্ট) ভোর ৩ টার দিকে উপজেলার খরণদ্বীপ মুন্সিপাড়া আজিম মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংসুইনু মারমা বলেন, খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে আনসারুল্লাহ, মো. নাজমুল আজিজ, আহমদ উল্লাহ ও মো.আজিজুল ইসলাম রুবেলের রান্নাঘরসহ বসতঘর পুড়ে গেছে। এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

তবে ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে চার পরিবারের প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন