২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে চোলাই মদসহ বিক্রেতা আটক

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে ৪০ লিটার চোলাই মদসহ মো. জুয়েল (২৫) নামের এক মদ বিক্রেতাকে আটক করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জ্যৈষ্টপুরা গুচ্ছ গ্রামের একটি পুকুর পাড়ে অভিযান চালায় জুয়েলকে আটক করে এবং তার কাছ থেকে ৪০লিটার দশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত জুয়েল পটিয়া উপজেলার রতনপুর মৌলভীবাজার এলাকার আবদুল আলমের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় জুয়েলকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন