বোয়ালখালী প্রতিনিধি »
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতিক সেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, আব্দুল মান্নান মোনাফ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন, বোয়ালখালী অটোরিকশা ও টেম্পু চালক সমিতির সভাপতি মো হারুন ও সাধারণ সম্পাদক মো সেলিম।
সড়ক দুর্ঘটনা রোধে আইন মেনে জীবনের নিরাপত্তা নিয়ে সড়ক চলাচলে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে। ১৮ বছরের নীচে কোন ব্যক্তি যেন গাড়ির স্টিয়ারিং না বসে এবং ওভার যাত্রী পরিবহন না করে সে ব্যাপারে সজাগ থাকার আহবান জানান বক্তারা।













