বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুন) বিকেলে উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় সারাদেশের ন্যায় বোয়ালখালীতে ১১ হাজার ৪ শত ৭৮ পরিবারকে এ ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য দেয়া হবে। এ কার্যক্রম চলবে ৮ জুলাই পর্যন্ত।
তিনি আরও বলেন, ভর্তুকি মূল্যে চিনি প্রতিকেজি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা এবং সয়াবিন ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তাহমিনা আকতার,মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, পৌর কাউন্সিলর জোবাইদা বেগম, টিসিবি ডিলার ওবাইদুল হক ও উপজেলা পরিষদের সিএ মো. শওকত আলম।