বোয়ালখালী প্রতিনিধি »
আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ এড়াতে চট্টগ্রামের বোয়ালখালীতে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। সোমবার (৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশে পাশের এলাকায় ফগার মেশিনে ওষুধ ছিটিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর বলেন, ‘বর্ষা শুরু হওয়ার আগেই এডিস মশার প্রজনন বেড়ে যায়। আমাদের ৯টি ওয়ার্ডে মশা নিধন অভিযানের ওপর জোর দিতে হবে।’
জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজনন উৎস ধ্বংস করা খুবই জরুরি। বাড়ির আঙিনা ও আশেপাশের জায়গার পাশাপাশি এডিস মশা ঘরেও জন্ম নিতে পারে। তাই জনগণের সচেতনতার বিকল্প নেই।’
বোয়ালখালী পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি আধুনিক মডেল পৌরসভা গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। পৌরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্তি দিতে আজকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যত্র তত্র ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান তিনি।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিত কুমার দত্ত, মেডিকেল অফিসার পঙ্কজ কান্তি নাথ, ডা. আসমা সাদিয়া, পৌরসভার প্যানেল মেয়র তারেকুল ইসলাম, কাউন্সিলর হাজী নাছের আলি, মাহমুদুল হক, মোহাম্মদ পারভেজ, পৌর সচিব মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, কার্য সহকারী মনিরুজ্জামান, টেকনোলজিষ্ট (ইপিআই) এস,এম, জিহাদ বাবলু সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।













