২৩ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে দফায় দফায় মিলছে কার্তুজ!

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে সাংবাদিকের বসতবাড়ির উঠোনে দফায় দফায় মিলছে কার্তুজ (গুলি)। উপজেলার পশ্চিম খরণদ্বীপ সাংবাদিক সেকান্দর আলম বাবরের ঘরের দুয়ারে ও উঠানে গত ১১ নভেম্বর থেকে কয়েক দফায় ৯ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এ নিয়ে দুইটি সাধারণ ডায়েরী (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে জানান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)।

সেকান্দর আলম বাবর বলেন, বসতবাড়ির উঠোনে ও দুয়ারে কে বা কারা এসব কার্তুজ রেখে যাচ্ছেন জানি না। এ বিষয়ে থানাকে অবহিত করার পর পুলিশ কার্তুজগুলো উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, গত ১৯ নভেম্বর ( জিডি নং-৮৫৩) ও ১৪ ডিসেম্বর (জিডি নং-৬৬৭) জিডি করেছি। গত ১১ নভেম্বর ১টি, ১৮ নভেম্বর ১টি, ১৯ নভেম্বর ৫টি এবং ১৪ ডিসেম্বর আরো ২টি কার্তুজ পাওয়া গেছে। এতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

সেকান্দর আলম বাবর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকোণ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি সৈয়দপুর এ নূর ব্লসম স্কুলের প্রধান শিক্ষক।

বিষয়ের সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল করিম বলেন, কয়েক দফায় মোট ৯টি কার্তুজ পুলিশ উদ্ধার করেছে। তবে এসব কার্তুজ অচল। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন