বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে বোয়ালখালী থানার উদ্যােগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান।
সভায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল চন্দ্র ঘোষ, উপজেলা , ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম, হামিদুলহক মান্নান, কাজল দে, শফিউল আজম শেফু, আবদুল মান্নান মোনাফ, এসএম জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান রানা, শ্রমিক লীগ নেতা মো. নাছের আলী।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক রহমান বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে এবারে পূজার প্রেক্ষাপট ভিন্ন। প্রতি বছর দুর্গাপূজাকে ঘিরে সকলের মাঝে যে উৎসবের আমেজ বয়ে যেতো তা এবার আমরা করতে পারছি না। মহামারি প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ধর্মীয় কার্যক্রমগুলো সম্পন্ন করার আহবান জানিয়েছেন তিনি।
‘আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হবে। এ ব্যাপারে প্রতিটি মণ্ডপ কমিটিকেও সজাগ থাকতে হবে।’
মাস্ক ছাড়া যাতে কেউ মণ্ডপে না যায় এ ব্যাপারে পূজা কমটির পক্ষ থেকে মাস্ক ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, এবারের আয়োজনে মণ্ডপে পুলিশ অবস্থান করবে না, তবে মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করবে। আয়োজক কমিটি স্বেচ্ছা সেবক টিম গঠন করবেন এবং তাদের গায়ে নির্দিষ্ট জামা ও গলায় কমিটির নাম সম্বলিত পরিচয় পত্র থাকবে।
বাংলাধারা/এফএস/এএ













