৮ ডিসেম্বর ২০২৫

বোয়ালখালীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি »

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার।

এতে সুচয়ন সেনগুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম, পল্লী বিদ্যুৎ সমিতির -১ এর ডেপুটি জোনাল ম্যানেজার এমরান গণি, ইউপি চেয়াম্যান শফিউল আজম শেফু, বীরমুক্তিযোদ্ধা বনগোপাল দাশ, শরৎ চন্দ্র বড়ুয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।

আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন দফতের ২৫টি স্টল অংশগ্রহণ করে।

আরও পড়ুন