১ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে নিখোঁজের ৭ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নজরুলের

দেবাশীষ বড়ুয়া রাজু  »

বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের নজরুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তি গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিনহাজুল ইসলামের পিতা। নিখোঁজের ৭ দিন পেরিয়ে গেলও এখনো খোঁজ মেলেনি নজরুলের। এ ব্যাপারে ৬ জনকে আসামী করে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন মিনহাজুল ইসলাম।

তিনি বলেন, তার পিতা নজরুল ইসলাম গত ১৬ই ডিসেম্বর সকাল ৯টার দিকে রাউজান উপজেলার উরকিরচর মিয়া ফকিরের বাড়ীতে গিয়েছিলেন পাওনা টাকা চাইতে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাঁর মোবাইলটিও বন্ধ রয়েছে।

মিনহাজুল ইসলাম বলেন, তার বাবার কাছে থেকে তাঁর পীরের ছেলে তৈয়ব আলী বিশেষ প্রয়োজনের কথা বলে ২২লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আদায়ের জন্য তিনি প্রায়ই রাউজানে তৈয়বের কাছে যেতেন। নিখোঁজের পর থেকে তৈয়বের মোবাইলেও সংযোগ পাওয়া যাচ্ছে না।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের একজন হাটহাজারী উপজেলার বটতলী এলাকার আমানউল্লা মিয়াজীর বাড়ির মৃত মৌলানা মুন্সি মিয়ার ছেলে আবদুস ছালাম (৫০)। অন্যজন বোয়ালখালীর চরণদ্বীপ এলাকার মোনাফ সওদাগরের বাড়ির মনছুর আলীর স্ত্রী ফেরদৌসক (৩৫)।

নিখোঁজ নজরুল ইসলামকে উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন