বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে প্রিয়া সর্দ্দার (৭) ও মৃত্তিকা দাশ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর সর্দ্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়া সর্দ্দার উত্তর সর্দ্দার পাড়ার মেঘনাথ সর্দ্দার লেদুর মেয়ে এবং মৃত্তিকা দাশ একই এলাকার মাছ ব্যবসায়ী রঞ্জন দাসের মেয়ে।
মৃত্তিকা দাসের কাকা জনি দাস জানান, স্কুল থেকে এসে খেলতে গিয়ে ঘরে না আসায় সবাই খোঁজাখুজি করলে এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা আফরিন দুজনকেই মৃত ঘোষণা করেন।
মৃত্তিকা দাশ মুক্তাকেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্রী, প্রিয়া সর্দ্দার স্থানীয় মন্দিরে ধর্মীয় শিক্ষার্থী বলে জানা গেছে।













