২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে পুলিশের নাকের ডগা থেকে মোটরসাইকেল হাওয়া!

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী থানার অদূর থেকে এক শিক্ষকের মোটরসাইকেল নিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় শিক্ষক উৎপল কান্তি ধর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শিক্ষক উৎপল কান্তি ধর জানান, রবিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে থানার ১০০ গজের মধ্যে পৌর সদরের বণিক পাড়ায় নিজ বাড়ির উঠোনে মোটরসাইকেল (চট্টমেট্টো-হ-১৬-৫২০৪) রেখে তালাবদ্ধ করে ঘরে প্রবেশ করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘর থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি নেই।

মোটরসাইকেলটি সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে থানা পুলিশের পরামর্শে হারানো ডায়েরি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, মোটর সাইকেলটি উদ্ধারের পুলিশ কাজ করছে।

আরও পড়ুন