২৮ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে প্রশাসনের উদ্ধারকৃত জায়গায় গাড়ীর স্ট্যান্ড

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি»

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরের বুড়িপুকুর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাইনবোর্ড টানিয়ে লাল পতাকা দিয়ে ৭ শতাংশ জায়গা চিহ্নিত করে উপজেলা প্রশাসন। এর একমাসের মাথায় সেই জায়গায় গড়ে তোলা হয়েছে গাড়ীর স্ট্যান্ড।

জানা গেছে, গত ১৭ আগস্ট উপজেলার পূর্ব গোমদন্ডী বুড়িপুকুর পাড়ের ১নং খাস খতিয়ানের বিএস ৭৭৫১ ও ৭৭৫২ দাগের ৭ শতাংশ জায়গা উদ্ধার করে সাইনবোর্ড টানিয়ে দেন উপজেলা প্রশাসন। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।

এ উচ্ছেদের কারণে বিপাকে পড়ায় পুনর্বাসনের দাবিতে গত ১২ সেপ্টেম্বর পূর্ব গোমদন্ডী বুড়িপুকুর পাড় মৎস্য কাঁচামাল বাজার সমিতির ব্যানারে মানববন্ধন করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ীরা জানিয়েছিলেন, উচ্ছেদের কারণে ৪৫জন ব্যবসায়ী বিপাকে পড়েছেন।

দেখা গেছে, উচ্ছেদের একমাসের মাথায় জায়গাটিতে গড়ে তোলা হয়েছে গাড়ীর স্ট্যান্ড। প্রশাসনের সাইনবোর্ডটিও নেই। এদিকে সিএনজি অটো-রিকশা স্ট্যান্ডে গাড়ী আসা-যাওয়ার কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পথচারী ও যানবাহন চালকরা ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, ‘জায়গাটি রেলওয়ের এবং এর কিছু জায়গা খাস খতিয়ানভুক্ত। খাস খতিয়ানের জায়গাটি সড়কে চলে গেছে।’ জায়গাটি ব্যবহারের বিষয়ে কাউকে অনুমতি দেওয়া হয়নি বলে জানান তিনি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘জায়গাটিতে অস্থায়ীভাবে সিএনজি অটো-রিকশা রাখার জন্য অনুমতি দেওয়া হয়েছে।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন