৩১ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ।

নিহত ব্যক্তির নাম আব্দুল আলম (৫৭)। তিনি উত্তর করলডেঙ্গার বাসিন্দা। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তিনি এখন কৃষি কাজ করছেন বলে জানা যায়।

বোয়ালখালী থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, ভোরে করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে নিজের কৃষি জমিতে গিয়েছিলেন আলম। সেখানে হাতির আক্রমণে নিহত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই পাহাড়ি এলাকার জমিতে বিভিন্ন সময়ে হাতির পাল নেমে আসে করলডেঙ্গা পাহাড় থেকে। সেখানে প্রায়ই কৃষি কাজ করার সময় অনেকে হাতির আক্রমণের শিকার হন।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন