বোয়ালখালী প্রতিনিধি»
বোয়ালখালীতে মহিষের আক্রমণে কামরুল ইসলাম ইহাম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বী ইউনিয়নের নুরুল্লাহ মুন্সীর হাট কোরবানীর গরুর বাজারে এ ঘটনা ঘটেছে। আহত ইহামকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইহাম শ্রীপুর এলাকার মোরশেদ এর ছেলে।
নিহতের স্বজন সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, শ্রীপুর বুড়া মসজিদ সংলগ্ন নুরুল্লা মুন্সির হাটে গরুর বাজারে গরু দেখতে যায় কামরুল। এ সময় স্থানীয় গরু ব্যবসায়ী মো. আনিছের মহিষ ক্রেতাকে দেখিয়ে গাড়িতে উঠানোর সময় মহিষটি কামরুলের গাড়ে শিং ঢুকিয়ে দিলে সে আহত । গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ সময় স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবার আইনগত প্রতিকার চাইলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে গরু ব্যবসায়ী আনিস পলাতক রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। দুপুর থেকে চেষ্টা করেও মহিষটি আটক করা সম্ভব হয়নি। মহিষটি একটি বিলের মাঝখানে অবস্থান করছে।
এ বিষয় জানতে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন সাগর বলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষন দাস এর নেতৃত্বে ট্রাঙ্কুইলাইজার গান সহ ৩সদস্য বিশিষ্ট সর্বাধুনিক ট্রেনিং প্রাপ্ত মেডিক্যাল টিম ইতিমধ্যে রওনা দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে।
বাংলাধারা/এফএস/এআই













