বোয়ালখালী প্রতিনিধি »
পরিবহন ভাড়া, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও নিজ দলের নেতা হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি। অন্যদিকে রাজনীতির মাঠে সোচ্চার ছিলো ক্ষমতাসীন দল উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ইউনিয়ন ভিত্তিক এ কর্মসূচি পালন করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উপজেলা সদরের দলীয় অফিসের সামনে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
অবস্থান কর্মসূচির নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর।
পৌর মেয়র জহুরুল ইসলাম বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ অবস্থান কর্মসূচি পালন করেছে। ফলে উপজেলা সদরের কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিএনপি বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশি দৌড়ঝাঁপ ছিলো চোখে পড়ার মতো। সংঘাত সংঘর্ষ এড়াতে সার্বক্ষণিক তৎপর ছিল বোয়ালখালী থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার পোপাদিয়া ইউনিয়নের মনির দিঘির পাড় এলাকায় উপজেলা বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে জড়ো হন। এতে তারা জ্বালানি তেলসহ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান।