২৯ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি»

চট্টগ্রামের বোয়ালখালীতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম মামুন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ই অক্টোবর) দুপুরে উপজেলার সারোয়াতলী উত্তর কঞ্জুরী বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরুল ইসলাম মামুন একই এলাকার আব্দুর শুক্কুরের  ছেলে।

প্রত্যক্ষদর্শীরা  জানান, জুমার নামাজ ও কবর জিয়ারত শেষে  বিদ্যুতের লাইন ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হন। তাৎক্ষণাৎ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আব্দুর রহমান জানান,  ঘরের বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয় নরুল ইসলাম। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল  করিম।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন