২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে বেলাল হোসেন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল’র ফাইনাল সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে বেলাল হোসেন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বেঙ্গুরা ৩নং ওয়ার্ড ২-১ গোলে খিতাবচর ৫নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ৫নং সারোয়াতলী ইউনিয়ন পর্যায়ে এটুর্নামেন্ট ৯টি দল অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এসময় তিনি বলেন খেলাধুলার মধ্য দিয়ে মানুষের অন্তরে সম্পর্কের বন্ধন তৈরি হয়। পারস্পরিক এ সম্পর্ক প্রজন্ম থেকে প্রজন্ম অটুট থাকে। তাই সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণের মাধ্যম হচ্ছে ক্রীড়া চর্চা।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আবুল মোকারমের সভাপতিত্বে ও হারুন-অর রশিদ বাবলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো. বেলাল হোসেন চেয়ারম্যান, জেলা ফুটবল এসোসিয়শন এর সভাপতি এস এম শহীদুল ইসলাম, জেলা ফুটবল খেলোয়ার সমিতির সহ-সভাপতি নাজিম উদ্দীন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজদৌল্লা মো. আলমগীর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, হেলাল উদ্দীন টিপু, মো.জসিম উদ্দীন, বিপুল বৈদ্য প্রমুখ।

খেলা পরিচালনা করেন জিয়াউর রহমান জিয়া, মো. ইব্রাহীম ও মো. সাজ্জাদ।

আরও পড়ুন