বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কের আমতল এলাকায় আগুনে পুড়ে গেছে এক ভাঙারি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক সঞ্চালন তার ও ট্রান্সফরমার।
বুধবার (১১ জানুয়ারি ) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মং সু নু মারমা।
তিনি বলেন, রাস্তার ধারে ময়লার স্তূপে স্থানীয়রা আগুন দেন। সেখান থেকে আগুন ভাঙারির গুদামে রাখা প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন পুরনো সামগ্রিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ভাঙারির দোকানদার মো. রফিকুল ইসলাম বলেন, আগুনে ক্রয়কৃত পুরনো জুট, প্লাস্টিকের বোতলসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালীর ডেপুটি জোনাল ম্যানেজার মো.এমরান গণি জানান, আগুনে একটি খুঁটির বৈদ্যুতিক সঞ্চালন তার ও ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ করছে বিদ্যুৎ কর্মীরা।













