বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করাসহ বিভিন্ন অপরাধে ৯ মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে এ আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
এসময় পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তায় যত্র তত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে যাত্রী ও পণ্য উঠানামা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, রেজিস্ট্রেশনবিহীন মোটরযান চালনার অপরাধে সড়ক পরিবহন আইনে ৯টি মামলায় ৫৭ হাজার জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
বোয়ালখালী থানা পুলিশ এ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।












