২৫ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে ২০২১-২২ অর্থ বছরে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় স্থাপিত প্রদর্শনীর টিয়া সুপার করলার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষিতে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোফাজ্জল করিম বলেন, কৃষি অধিদপ্তরের যতগুলো প্রজেক্ট আছে সবগুলি কৃষকদের জন্য। সারাদেশের মাত্র ১১টি জেলার ৩০টি উপজেলায় প্রজেক্টগুলো কাজ করছে। চট্টগ্রামে ৬টি উপজেলা রয়েছে।

তিনি আরও বলেন, নিরাপদ সবজিসহ যাবতীয় ফসল উৎপাদনে কীটনাশকের ব্যবহার কমিয়ে ফেরোমন ফাঁদ ব্যবহার করে পরিবেশ বান্ধব ফসল উৎপাদনে এগিয়ে আসতে হবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) নাসির উদ্দিন চৌধুরী, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফরিদুল আলম, জয়নাল আবেদীন, সনেট দত্ত ও কৃষক হিমাদ্রী দাস।

আরও পড়ুন