১৬ ডিসেম্বর ২০২৫

বোয়ালখালীতে লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তা-ঘাট ছিল ফাঁকা

বোয়ালখালী প্রতিনিধি »

সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট ছিল অনেকটা ফাঁকা।

কিছু পণ্যবাহী গাড়ি, জরুরী রোগীবাহী অ্যাম্বুলেন্স ও দুই একটা সিএনজি চালিত অটোরিক্সা ছাড়া তেমন যানবাহন দেখা যায়নি। তবে মোটর চালিত রিক্সা চলাচল করতে দেখা গেছে।

শুক্রবার (২ জুলাই) করোনার ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, আনসার, ও স্কাউটস এর সদস্যরা টহল দিচ্ছেন।

এ সময় বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেছেন ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ