বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ওপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বোয়ালখালী কৃষি অধিদপ্তর আয়োজিত উপজেলার সারোয়াতলি ইউনিয়নের বেঙ্গুরা এলাকার কৃষক মোরশেদ আলম মনজুর সরিষা খেত সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সূর্য কান্ত শীল, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, ইউপি সদস্য আব্দুল মান্নান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লক্ষণ কুমার কারণ ও কৃষক মোরশেদ আলম।
এ সময় কৃষি কর্মকর্তা বলেন, সরিষা একটি তেলজাতীয় মূল্যবান ফসল। আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে সরিষা আবাদের মাধ্যমে কৃষক লাভবান হবেন। পাশাপাশি বিশুদ্ধ সরিষার তেল উৎপাদন ও গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে। যে জমিতে সরিষা আবাদ করা হয় সেই জমিতে পরবর্তী সময়ে বোরো ধান আবাদ করলে সারের পরিমাণও কম লাগে।
তাই আগামীতে কৃষকদের আরও এগিয়ে আসার আহবান জানান কৃষিবিদ মো. আতিক উল্লাহ।













