৯ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি »

অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সম্প্রীতি সমাবেশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।

উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সূচয়ন সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল,পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রাজ্জাক, বোয়ালখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মো. বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, মেধসমুণি আশ্রমের মহারাজ বুল বুল আনন্দ ব্রম্মচারী,জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ সিকদার ও শরণশ্রী ভিক্ষু।

এসময় বোয়ালখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষক সমিতি, ইমাম সমিতি, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, ওলামা পরিষদ, জন্মাষ্টমী পরিষদসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ