২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মো. রাহাত (১২) নামে এক শিশুর। শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো. রাহাত মারা যায়।

রাহাত পশ্চিম চরণদ্বীপ পেয়ার মোহাম্মদ বাড়ির রুকন উদ্দিনের ছেলে। সে স্থানীয় তৈয়বীয়া তাহেরীয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গেছে, গত ১১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাহাত উপজেলার চরণদ্বীপ দরবার শরীফ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার চাকায় রাহাত পিষ্ট হয়েছিল। এতে রাহাত মাথায় গুরুতর আঘাত পেয়েছে বলেন জানিয়েছেন স্থানীয়রা। এসময় স্থানীয়রা গাড়ির চালককে আটক করে পুলিশে সোর্পদ করে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।

রাহাতের মা জেবু আকতার বলেন, আশঙ্কাজনক অবস্থায় রাহাতকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে একসপ্তাহ ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। ১৮ নভেম্বর রাত পৌনে ৩ টার দিকে মৃত্যুরকোলে ঢলে পড়েন। আজ শনিবার দুপুর ২ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন