৮ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে ১০ ফার্মেসিকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে দশ ফার্মেসিকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে পৌর সদর ও গোমদন্ডী ফুলতল এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় এবং ড্রাগ লাইসেন্স না থাকায় উপজেলার নিলু ফার্মেসিকে-১০ হাজার আনোয়ার ফার্মেসিকে-৫ হাজার, মনোরমা ফার্মেসিকে-১৫ হাজার সিকদার ফার্মেসিকে-১৫ হাজার, জনসেবা ফার্মেসিকে-১০ হাজার আল ইমাম মেডিকোকে-৫ হাজার, হক ফার্মেসিকে-৫ হাজার, ইকবাল ফার্মেসিকে-৫ হাজার, গ্রামীন মেডিসিন কর্ণারকে-৫ হাজার এবং চৌধুরী ফার্মেসি-১৫, হাজার টাকা জরিমানা করা হয়। ড্রাগ অ্যাক্ট ১৯৪০- অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ এবং বোয়ালখালী থানা পুলিশ। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ