১৬ ডিসেম্বর ২০২৫

বোয়ালখালীতে ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

বোয়ালখালী  প্রতিনিধি  »

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর বায়েজিদ এলাকার মৃত আবদুর রশিদের ছেলে কফিল উদ্দিন (২৫), একই এলাকার মফজল আহম্মদের ছেলে মো. রমজান আলী (২০) ও ভোলা জেলার লাল মোহন এলাকার মো. মফিজের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।

শনিবার (৩জুলাই) দিবাগত রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়ার টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রবিবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ