১ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে ৫ দিন ধরে যুবক নিখোঁজ; এলাকাবাসীর মানববন্ধন

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালী উপজেলার মো. শাহজাহান বালু (৩৮) নামের এক যুবক ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে বোয়ালখালীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার খিতাপচর গ্রামে এ মানববন্ধনে অংশ নেন শত শত নারী-পুরুষ। তারা শাহাজানকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

নিখোঁজ শাহাজাহান বালু উপজেলার খিতাপচর গ্রামের নুর হোসেন মেম্বারের ছেলে।

শাহাজানের ভগ্নিপতি আবদুল করিম বলেন, গত শুক্রবার রাতে পটিয়া উপজেলার আমীর ভান্ডারের ওরশ শরীফে যোগ দিতে যায় শাহাজাহান। ওইদিন দিবাগত রাত ৩টার দিকে সে ফোনে তাকে অপহরণ করা হয়েছে জানিয়ে ২ লাখ টাকা দেওয়ার জন্য বলে। এ সময় কোথায় যেতে হবে জানতে চাইলে ওইসব অপরিচিত ব্যক্তি ধমক দিয়ে মোবাইলটি কেড়ে নেওয়ার শব্দ শুনতে পায়। পরবর্তীতে শাহজাহানের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর আমরা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছি।

এ ব্যাপারে গত শনিবার পটিয়া থানায় ডায়েরি ও গত মঙ্গলবার অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন বালু প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে সে দেশে চলে আসে। তার বাবা-মা প্রয়াত হয়েছে। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে বালু সবার ছোট। তাকে কে বা কারা কি কারণে গুম করেছে তা প্রশাসনকে দ্রুত উদঘাটন করতে হবে।

বালুর ভাই জাহাঙ্গীর বলেন, আমার ভাইকে জীবিত বা মৃত উদ্ধারের দাবি জানাচ্ছি। আজ ৫ দিন হয়ে গেলো অথচ তার কোনো খোঁজ দিতে পারেনি প্রশাসন।

অনুষ্ঠিত মানববন্ধনে শাহাজাহান বালুর সন্ধান চেয়ে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, জানে আলম, জাহাঙ্গীর আলম, সোলাইমান, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আমীর হোসেন, মো. লোকমান, আলী আক্কাস খোকন, মো সাইফু প্রমুখ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ