২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

বোয়ালখালী প্রতিনিধি  »

বোয়ালখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭মার্চ) বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত পরিষদ চত্বরে এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম।

এসময় তিনি বলেন, বাঙ্গালী জাতিকে শৃঙ্খলমুক্ত করতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে সামগ্রিক দিক নির্দেশনা ছিল মুক্তির পাথেয়। সেই অমিয় বাণী থেকে অনুপ্রেরণা গ্রহণ করে জাতির অর্থনৈতিক মুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্য হয়ে কাজ করার আহ্বান জানান।

মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, নবাগত উপজেলা সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাহাদাত হোসেন, ডাঃ সেতু ভূষণ, বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ বশর, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম বাবুল, শফিউল আলম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক মো. জহুরুল ইসলাম জহুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন