বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার ৮ লাখ ১০ হাজার ৬৬০ টাকা পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) দিনব্যাপী দানবাক্সের টাকা গণনা শেষে তা মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। এ নিয়ে ৩৭তম টাকা গণনা করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী।
বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় টাকা গণনাকালে উপস্থিত ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা আবদুল করিম, মো. ফরিদ উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. হোসাইন, মো. এয়াকুব, মো. সোহেল আজাদ, অভি চৌধুরী, এহসানুল করিম, মো. ইব্রাহীম চৌধুরী, মো.ফয়সাল, আবু তাহের, জহির চৌধুরী, মো. শাকিল, মো. ইমাম, মো. মুন্না, মো.তামিম, আশরাফ আলী, নূর বক্স, আহমদ মিয়া, মো. হানিফ, মো. লোকমান, এয়াকুব আলী বালি, মাহবু ফকির, শাহ আলম, বখতেয়ার মিয়া, মুছা মিয়া, মো. সাব্বির, নুরুল আবচার, মো. সুমন, গিয়াস উদ্দিন, আবদুল খালেক ও রিফাত।