বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের শূন্য চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম রাজা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড রাজাকে দলীয় প্রার্থী মনোনীত করেছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী।
মনোনীত রেজাউল করিম রাজা উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা। তাকে গত বছরের ১০ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক করা হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী ৮ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বুধবার পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুনছুর আলম, মো. ইউনুচ, শফিউল আলম ও কাজী আয়েশা ফারজানা।
ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ মহিলা ভোটার রয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। গত বছরের ২০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করলে পদটি শূন্য ঘোষণা করা হয়।