২৮ অক্টোবর ২০২৫

বোয়ালখালী-টাইগারপাস রুটে বিআরটিসি বাস উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি »

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির প্রচেষ্টায় চট্টগ্রামের বোয়ালখালীর মিলিটারিপুল-টাইগারপাস রুটে যুক্ত হয়েছে বিআরটিসির ২টি বাস।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে মিলিটারিপুল এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন মোছলেম উদ্দিন আহমদ এমপি।

এর আগে এমপি মোছলেম উদ্দিন আহমদের উদ্যোগে গত বছরের ২ মার্চ উপজেলার কানুনগোপাড়া দাশের দিঘির পাড়-টাইগারপাস রুটে বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের পর বিআরটিসির ৪টি বাস চলাচল করছে এই রুটে।

প্রসঙ্গত, দীর্ঘ দুই দশক ধরে বোয়ালখালীতে বাস সার্ভিস বন্ধ ছিলো। এসময় রাজপথে দাপট বাড়ে সিএনজি চালিত টুকটুকি নামের এক ধরণের টেম্পুর। এর সাথে পাল্লা দিয়ে যোগ দেয় অটোরিকশা। নিয়ম নীতির বালাই না থাকায় ভাড়া আদায়ে নৈরাজ্যের সৃষ্টি হয় এ রুটে।

আরও পড়ুন