২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালী পৌর নির্বাচনে আ’লীগের মনোনয়ন চান আবু ঈছা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি »

বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু ঈছা। তিনি ১৯৯৮-২০০৩ ইং সাল পর্যন্ত অবিভক্ত কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পৌরসভার পশ্চিম কধুরখীল হাজী রহিমুল্লাহ বাড়ীর মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক ও অনুদানদাতা আবদুল মাবুদের কনিষ্ঠ সন্তান ঈছা তৃণমূল থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি কধুরখীল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক, দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য ছিলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি মনোনয়ন দেন তবে নৌকা প্রতীক নিয়ে পৌর নির্বাচনে অংশ নিবো। আমি দলের জন্য নিবেদিত একজন কর্মী হওয়ায় দলীয় মনোনয়নে শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে সবাইকে নিয়ে বোয়ালখালী পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন