২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালী পৌর মেয়রের এক বছর

বোয়ালখালী প্রতিনিধি »

সফলতা, ব্যর্থতা, উন্নয়ন ও সম্ভাবনার গুরুদায়িত্ব পালনের মধ্যে এক বছর পূরণ করল বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয়ে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে বর্ষপুর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তির উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম -৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, আওয়ামী লীগ সভাপতি মো নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, মো. মোকারম, এস এম জসিম ও শফিউল আজম শেফু,মো. শামসুল আলম আব্দুল মান্নান মোনাফ।

এছাড়া পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন