৮ ডিসেম্বর ২০২৫

বোয়ালখালী হাসপাতালে চালু হলো এক্স-রে মেশিন

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দিন পর চালু হয়েছে এক্স-রে মেশিন। এর মাধ্যমে এক্স-রে সুবিধা পাবেন রোগীরা। নির্ধারিত ফি দিয়ে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সেবা নিতে পারবেন সেবা গ্রহীতারা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম রাশেদুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

আরও পড়ুন