৮ নভেম্বর ২০২৫

বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলনের অভিষেক অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি »

বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া।

সন্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিমুল বড়ুয়া ও চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া।

ব্যাংকার লিটন বড়ুয়া ও শুভ্রা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মৃদুল বড়ুয়া।

এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করেন বৌদ্ধ নেতা অজিত রঞ্জন বড়ুয়া।

অপসংস্কার প্রতিরোধে সামাজিক ভাবে মানুষের মধ্যে পরস্পরিক প্রগাঢ় বন্ধুত্বভাব গড়ে তোলার প্রত্যয়ে অনুভূতি ব্যাক্ত করেন উপস্থিত নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ