বাংলাধারা প্রতিবেদক»
নগরের রিয়াজউদ্দিন বাজারে কাঁচামাল কিনতে গিয়ে অজ্ঞাত চারজন ছিনতাইকারীর কবলে পড়েন ব্যবসায়ী সবুজ। এসময় এসময় তার কাছ থেকে নগদ ৮ হাজার ৯২০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে ভুক্তভোগীর অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ৩ ছিনইতাইকারীকে গ্রেফতার করে পুলিশ কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন— মো. সালমান (২৮), মো. রাশেদুল ইসলাম (২৬), মো. ছলিম উদ্দিন (৪০)।
পুলিশ জানায়, কাঁচামাল ক্রয়-বিক্রয় করার জন্য গত ১৫ আগস্ট ভোর বেলা সবুজ নামে একজন রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। রিয়াজউদ্দিন বাজারের ছিরিকোট বিল্ডিংয়ের সামনে পৌঁছালে সিএনজি অটোরিকশা নিয়ে অজ্ঞাত ৪ ছিনতাইকারী সবুজকে ছুরির ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা ৮ হাজার ৯২০ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় সবুজ কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্র কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মামলা দায়েরের পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী ও সদরঘাট থানায় একাধিক ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।
বাংলাধারা/আরএইচআর













