বাংলাধারা প্রতিবেদন »
ঢাক-চট্টগ্রাম-ব্যাংকক রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করল দেশের বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ার। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন মাস এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখছে বিমান সংস্থাটি। এর মধ্য দিয়ে চট্টগ্রামের যাত্রীদের সরাসরি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সুযোগ বন্ধ হলো। কারণ চট্টগ্রাম থেকে কেবল রিজেন্ট এয়ারই ফ্লাইট চালাচ্ছিল।
জানতে চাইলে গাড়ি ব্যবসায়ী ম্যাক্সি কারের মালিক সুজাউদ্দিন মামুন বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে পরিবারসহ থাইল্যান্ডে যাওয়ার টিকিট কাটতে গিয়ে জানতে পারি রিজেন্টের ফ্লাইট বন্ধ। এখন ঢাকা হয়ে ব্যাংকক যেতে গিয়ে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হবে।’
চট্টগ্রাম-ব্যাংকক রুটে একচেটিয়া যাত্রী পরিবহন করছে রিজেন্ট এয়ার। এ অবস্থায় ফ্লাইট বন্ধের কারণ জানতে চাইলে রিজেন্ট এয়ারের সহকারী মহাব্যবস্থাপক কে এম জাফর উজ জামান বলেন, বাংলাদেশে থাইল্যান্ডের ভিসা ইস্যু হচ্ছে অনেক কম। ফলে এই রুটে যাত্রী চাহিদাও কমেছে। আর এটা ভ্রমণের অফপিক সিজন। তাই সাময়িকভাবে আমরা রুটটি বন্ধ রেখেছি। ডিসেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করব।’
জানা গেছে, চট্টগ্রাম-ব্যাংকক রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট দিয়ে ২০১৪ সালের ২৭ এপ্রিল যাত্রী পরিবহন শুরু করে রিজেন্ট এয়ার। যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ফ্লাইটসংখ্যা বৃদ্ধি করে ওই বছরের সেপ্টেম্বর থেকেই সপ্তাহে তিন দিন যাত্রী পরিবহন করতে থাকে সংস্থাটি। এর আগে ২০১৩ সালে ঢাকা-ব্যাংকক রুটেও সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করতে থাকে বিমান সংস্থাটি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













