১০ নভেম্বর ২০২৫

ব্যাংকগুলোকে আমদানি পণ্যের চালান তদারকির নির্দেশনা

বাংলাধারা ডেস্ক »

যে পণ্যের বিপরীতে আমদানি ব্যয় পরিশোধ করা হবে, তা ঠিকমতো আমদানি করা হচ্ছে কিনা- সেটি ট্র্যাক করবে ব্যাংকগুলো।

আমদানি করা পণ্য আসলেই আসছে কিনা তা যাচাইয়ে ভ্যাসেল বা কন্টেইনারগুলোকে কর্তৃপক্ষ স্বীকৃত এবং উপযুক্ত ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তদারক করতে অথোরাইজড ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে যে পণ্যের বিপরীতে আমদানি ব্যয় পরিশোধ করা হবে, তা ঠিকমতো আমদানি করা হচ্ছে কিনা-সেটি ট্র্যাক করবে ব্যাংকগুলো।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এক সার্কুলারে এসব তথ্য জানিয়ে তা অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আগে রপ্তানি পণ্যের ক্ষেত্রে ট্র্যাক করার নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন করে আমদানি পণ্যের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

গত ২০ এপ্রিল এক সার্কুলারে রপ্তানি পণ্য বহনকারী ভ্যাসেল/কন্টেইনারগুলোকে স্বীকৃত ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ট্র্যাক করার নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক তখন জানিয়েছিল, অনেকসময় পণ্য রপ্তানি না করা হলেও পেমেন্ট পাওয়া গেছে। এটি রপ্তানির আড়ালে মানি লন্ডারিংয়ের সুযোগ তৈরি করছে। এরকম সুযোগ বন্ধ করতে ট্র্যাকিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন