২৯ অক্টোবর ২০২৫

ব্যাগভর্তি ওষুধসহ যুবক ধরা চমেকে

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)  হাসপাতাল থেকে ওষুধ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ব্যাগভর্তি ২৫ রকমের ওষুধ উদ্ধার করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম আরাফাতুল ইসলাম।

চমেক সূত্রে জানা যায়, অপারেশন থিয়েটারের কর্মচারীরা এসব ওষুধ তার কাছে বিক্রি করেছে। উদ্ধারকৃত এসব ওষুধ মূলত রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা। এর আগেও বিভিন্ন সময় ওষুধ চোর চক্রের  ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ভোরে ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে বেশকিছু ওষুধ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওষুধ চুরির ব্যাপারে হাসপাতালে কর্তৃপক্ষ কঠোর। চোর চক্রের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন