নির্মাতা কাজল আরেফিন অমির তুমুল দর্শক জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ নিয়ে গণমাধ্যমকে পরিচালক জানান, তিনি দর্শকদের আর অপেক্ষা করাতে চাচ্ছেন না। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দর্শকদের সুখরব দিবেন।
সবশেষ ২০২২সালে,১১৬ তম পর্ব দিয়ে শেষ হয় জনপ্রিয় এই ধারাবাহিক নাটকের সিজন ৪, দুই বছর পর আবারও আভাস দিলেন পরিচালক কাজল আরেফিন অমি।
২০১৭ সালে শুরু হওয়ার এই ধারাবাহিক নাটক’কে তুলে ধরা হয়। একদল ভার্সিটি পড়ুয়া ছেলেদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া গল্প গুলি যা দর্শকদের মনে বেশ দাগ কেটেছে। সিজন ৫ ও ঠিক আগের কিছু বিশেষ চরিত্র কে দেখা যাবে আলোচিত এই ধারাবাহিক নাটক’কে।
ব্যাচেলর পয়েন্ট এ জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল,চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।
এআরই/এমএমইচ/বাংলাধারা