২৪ ডিসেম্বর ২০২৫

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পুলিশ লাইন্স স্কুলে গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ আয়োজন করা হয় ঐতিহ্যবাহী কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের মাঠে। এতে অংশগ্রহণ করেন প্রাক্তন শিক্ষক ও হাজারো প্রাক্তন শিক্ষার্থী। আবেগ-আপ্লুত হয়ে যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে স্কুলের আঙিনা।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে যথা সময়ে অনুষ্ঠান পরিচালনা করা হয়। প্রথমে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমরা গভীরভাবে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের প্রয়াত তিন শিক্ষককে। তাঁদের মধ্যে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ তফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ আব্দুল মালেক, অফিস সহকারী ও শিক্ষক মরহুম মোহাম্মদ শফিকুর রহমানসহ সকলের রুহের মাগফেরাত কামনা করছি।”

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা বিগত ৬ মাস ধরে দিন-রাত সময় দিয়ে এতো সুন্দর একটি আয়োজন সাজিয়েছে। তাদের নিজস্ব উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। আমি আশা করব স্কুলের প্রতিটি কাজে যেন প্রাক্তন শিক্ষার্থীরা পাশে থাকে। আমি সকল শিক্ষার্থীর জন্য দোয়া করি তারা যেন তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়।”

তিনি আরও বলেন, “যাদের শ্রম এবং ঘামে এমন একটি মহামিলন মেলার আয়োজন হয়েছে তাদেরকে ধন্যবাদ দিলে অত্যন্ত ছোট করা হবে; বরং এদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা রইল। দোয়া করি যেন ভবিষ্যতে আরও বড় কোনো আয়োজনে আপনাদের আমরা পাশে পাই। আপনারা অনেক ভালো থাকুন।”

গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজনে ১৩ সদস্যবিশিষ্ট শিক্ষক সমন্বয় কমিটিতে ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, শিফট ইনচার্জ (প্রভাতী) বাবু দস্তিদার, শিফট ইনচার্জ (দিবা) মোহাম্মদ রিপন হোসেন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক কবির আহমেদ, সহকারী শিক্ষক মো. আশিকুর রহমান, সহকারী শিক্ষক মো. এনামুল হক সরকারি, সহকারী শিক্ষক মো. দুলাল হোসেন, সহকারী শিক্ষক মো. আসাদুর রহমান, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সরকার এবং সহকারী শিক্ষক মো. শফিউল আলম।

এছাড়া গ্র্যান্ড রিইউনিয়ন-এর ১৫ সদস্যবিশিষ্ট আয়োজক কমিটিতে ছিলেন প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ (ব্যাচ-২০০৪), সেঁজুতি হোসেন সায়েমা (ব্যাচ-২০০৯), রিয়াজুল হক রানা (ব্যাচ-২০০৪), অপু সরকার (ব্যাচ-২০০৪), মোহাম্মদ মামুন চৌধুরী (ব্যাচ-২০০৯), মো. সুজন মিয়া (ব্যাচ-২০১০), মোহাম্মদ আরিফুল ইসলাম (ব্যাচ-২০০৫), নাজমুল হোসেন ডনি (ব্যাচ-২০০৭), ডা. রাফিদ ইবনে মাজহার (ব্যাচ-২০১৬), আহাম্মেদ ফয়েজ (ব্যাচ-২০১১), মো. শাহপরান (ব্যাচ-২০১৪), নাদিয়া ইসলাম (ব্যাচ-২০১৯), হাবিবুর রহমান (ব্যাচ-২০১৯), মো. নাঈম উল্লাহ অনিক (ব্যাচ-২০২১) এবং মো. ইফতেখার হোসেন (ব্যাচ-২০২০)।

গ্র্যান্ড রিইউনিয়নের সহযোগী কমিটিগুলোতে আছেন ম্যাগাজিন কমিটি সদস্যবৃন্দ, রেজিস্ট্রেশন কমিটি সদস্যবৃন্দ, অর্থ ও হিসাব কমিটি সদস্যবৃন্দ, আপ্যায়ন কমিটি সদস্যবৃন্দ, লজিস্টিক কমিটি সদস্যবৃন্দ, সাংস্কৃতিক কমিটি সদস্যবৃন্দ, অনুষ্ঠান পরিচালনা কমিটি সদস্যবৃন্দ, মিডিয়া ও আইটি কমিটি সদস্যবৃন্দ, উপহার সামগ্রী কমিটি সদস্যবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী। এই অনুষ্ঠান সফল করতে শিক্ষার্থীরা দেশ-বিদেশ থেকে আর্থিকভাবেও সহযোগিতা করেছেন বলে জানান আয়োজকরা। এককথায় শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অর্থায়নে এই মহামিলন আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে এর পর একে একে আয়োজক কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। আয়োজক কমিটির বক্তব্য শেষে প্রতিটি ব্যাচের একজন করে শিক্ষার্থী ৩ মিনিট করে স্মৃতিচারণ করেন। এ ছাড়া আয়োজন ও অনুষ্ঠানমালায় ছিল সকালের নাস্তা, রম্য বিতর্ক, দুপুরের খাবার, স্কুলের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, বিকেলের নাস্তা, সন্ধ্যায় পিঠা উৎসব, গান, নৃত্য, র‍্যাম্প শো, লটারি ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন পুলিশ লাইন্স স্কুলের ২০১১ ব্যাচের শিক্ষার্থী এবং জনপ্রিয় ব্যান্ড ‘আর্ট অফ হ্যাভেন’-এর ভোকাল ও গিটারিস্ট জাহিদুল আলম হিমেল। এ ছাড়া কুমিল্লার লোকাল ব্যান্ডগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত ছিল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বর্তমান শিক্ষকসহ প্রাক্তন শিক্ষার্থীদের একে অপরকে দেখার সেই আবেগঘন সময়। শিক্ষক-শিক্ষার্থীদের এই ভালোবাসা সারাজীবন অটুট থাকুক এই প্রত্যাশা সবার। আবারও এমন আয়োজন চায় সবাই। তাছাড়া পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে ২০২৭ সালে একটি বিশাল আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ