২৪ অক্টোবর ২০২৫

ব্যালেট যুদ্ধে অপশক্তির কবর রচনা করা হবে— রাউজানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রাউজান প্রতিনিধি »

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি, রাজাকারদের দোসররা আরেকটি পঁচাত্তরের স্বপ্ন দেখেন। আগামী নির্বাচনে ব্যালেট যুদ্ধের মাধ্যমে তাদের কবর রচনা করতে করতে হবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামের রাউজান উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সকল ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের পরস্পরের সুসম্পর্ক ও ঐক্যবদ্ধ কাজ করে যাওয়ার এই দৃষ্টান্ত অনেক জেলা উপজেলায় নেই।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনসহ উপজেলা ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ।

পরে মন্ত্রী রাউজান পৌরসভায় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা গণপাঠাগার এবং পৌরসভার ছাদ বাগানের উদ্বোধন করেন। এরআগে তিনি রাউজান উপজেলা ডাক বাংলোতে মুজিব-ইন্দিরা স্মৃতি বৃক্ষরোপণ করেন।

এছাড়াও তিনি উপজেলার পশ্চিম গুজরায় বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের কবর জিয়ারত, তোরণ ও গণপাঠাগার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাঠাগারের সামনে বৃক্ষরোপণ করেন এবং নোয়াপাড়া মাস্টারদা সূর্যসেন পল্লী ও শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স ভবন পরিদর্শন ও পুস্পস্তবক অর্পণ। এসব স্থান পরিদর্শন শেষে মন্ত্রী রাউজানের অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন, জনকল্যাণমুখী নানান উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন