৫ নভেম্বর ২০২৫

ব্রয়লার মুরগিতে সামান্য স্বস্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভোগান্তি

বাংলাধারা প্রতিবেদক »

ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অস্বস্তিতে এখনো সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি কাঁচা বাজার, চৌমুহনী কাঁচা বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় ৪০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। যা গত সপ্তাহের বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৬০ টাকায়।

বাজার করতে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে অস্বস্তিতে আছেন তারা। মুরগির দাম আগের তুলনায় কিছুটা কমলেও এ নিয়ে সন্তুষ্ট নয় সাধারণ জনগণ।

নগরীর কাজীর দেউড়ি কাচা বাজারে মুরগি কিনতে আসা মোহাম্মদ নাহিদুল ইসলাম বলেন, ‘সবাই বলছে কমেছে, কই আমিতো কমতে দেখি না! তারা ১০০ টাকা বাড়িয়ে ৪০ টাকা কমিয়েছে। এখনো মুরগির মাংসের দাম অনেকটাই বেশি, যা নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

প্রায় সব সময় নগরের রিয়াজ উদ্দিন বাজার থেকে বাজার করেন ফরহাদ রেজা নমের এক ব্যক্তি। তিনি বলেন, ‘রোজায় মানুষের একটু স্বস্তির প্রয়োজন। তবে বর্তমান বাজারের যে অবস্থা এতে করে মানুষ স্বস্তির তুলনায় অস্বস্তিতে বেশি আছে।’

চকবাজার কাঁচা বাজারে বাজার করতে আসা মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেন, গত সপ্তাহে যে শসা কিনেছি ৪০ টাকা দিয়ে বর্তমানে তার দাম চাওয়া হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

এছাড়াও রোজায় বাজার গুলোতে মসলা ও সবজি জাতীয় পণ্যের দাম যেন আকাশ ছুঁয়েছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে। অথচ পাইকারি বাজারে কাঁচা মরিচে দর ৪০ টাকা। গত সপ্তাহে শসার দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা যা বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। যেখানে ৫০ থেকে ৬০ টাকায় ডজন লেবু পাওয়া যেত সেই জায়গায় মাঝারি আকারের একটি লেবুর দাম চাওয়া হচ্ছে ২০ টাকা।

এছাড়াও ডাল চিনি ছোলা তেল সহ প্রায় সব কিছুর দাম অনেকটাই বাড়তির দিকে। ছোলা কেজিতে বিক্রি হচ্ছে ৮২ থেকে ৯০ টাকায়। মসুর ডাল ১৩৫ থেকে ১৪০ টাকায় এবং সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়।

এমনকি শান্তি নেই মাছের বাজারেও ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে রুই মাছ। কাতলা ২৬০ থেকে ৩০০ টাকা, ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮৫০ টাকায়। তবে বড় আকারের একটি ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ