বাংলাধারা ডেস্ক »
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিপুরের ধুলদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ঘটনাস্থলে ৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।
আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে।
জানা গেছে, ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পড়ে বাসটি। এসময় ব্রিজের রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে পাঁচজন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে।
ফরিদপুর কোতয়ালী থানার তদন্ত অফিসার মো. এনায়েত হোসেন জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত আমরা ৭ জনের লাশ পেয়েছি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













