বাংলাধারা ডেস্ক »
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী ব্রিজটি ভেঙে পড়ার কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাথর বোঝাই একটি ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, পাথর বোঝাই ট্রাকটি পারাপারের সময় ব্রিজটি ভেঙে যায়। থানা বাজার ব্রিজ দিয়ে ছোট গাড়ি চলাচল করতে পারলেও সেটি মেরামত না হওয়া পর্যন্ত বড় ধরনের গাড়ি চলা সম্ভব না।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজীব চাকমা বলেন, ‘ব্রিজটি সেনাবাহিনীর ২০ ইসিবি রক্ষণাবেক্ষণ করেন। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি।’ যত দ্রুত সম্ভব এটি মেরামত করা হবে বলেও জানান তিনি।