বাংলাধারা ডেস্ক»
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ মোকাবিলায় তেহরানের নেয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউ ও ব্রিটেন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পাল্টা জবাব হিসেবে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ পদক্ষেপ নিয়েছে ইরান। খবর তেহরান টাইমসের।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী বিভিন্ন গ্রুপকে সহায়তা এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোসহ সহিংসতা ও অস্থিতিশীলতাকে উস্কে দেয়ার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশের কয়েকটি সামরিক কোম্পানি, মন্ত্রী এবং জাতীয় ও ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও ইরানের ব্যাংকের সাথে লেনদেন বন্ধ এবং ইরানে প্রবেশে ভিসা নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ২০ ফেব্রুয়রি (সোমবার) ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইইউ কাউন্সিল বলেছে, যথাযথভাবে হিজাব না পরার কারণে পুলিশের হাতে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র সাম্প্রতিক বিক্ষোভে দমন-পীড়ন চালানোর অভিযোগে ৩২ জন ইরানি ব্যক্তি এবং দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসইউ













