২ নভেম্বর ২০২৫

ব্রুনাইয়ে হৃদরোগে মারা গেলেন সিআইপি বোরহান উদ্দিন হায়দার

ব্রুনাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সেখানকার সিআইপি বোরহান উদ্দিন হায়দার (৪৬) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রুনাইয়ে থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। এই রেমিট্যান্স যোদ্ধা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণোগ্রাহী রেখে যান।

নিহত বোরহান উদ্দিন হায়দার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার এলাকার হাজি রহিম উল্লাহ সওদাগর বাড়ির মৃত নিজাম উদ্দিন হায়দারে ছেলে।

বোরহানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নং প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটনসহ আরো অনেকেই। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘সম্প্রীতির-৯২ মিরসরাই’ বন্ধুরা।

বোরহানের স্বজন মিজানুর রহমান জানান, প্রায় ২৬ বছর ধরে ব্রুনাইয়ে থাকেন বোরহান। সোমবার বিকেলে স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। চার বছর পূর্বেও তিনি একবার স্ট্রোক করেছিলেন। এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক তিনি। আল্লাহ্ যদি সব কিছু ঠিক রাখে, বোরহান এর নামাজের জানাজা আগামী রোববার (১৭ই সেপ্টেম্বর) বাদ জোহর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, আমার এলাকার বোরহান ভাই ব্রুনাইয়ে মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। তার মরদেহ দেশে আনতে যত প্রকার প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন পরিষদ থেকে সব কিছু দেওয়া হবে। ওখানকার সকল প্রক্রিয়া শেষে হলে এক সপ্তাহের মধ্যে লাশ দেশে আনা হবে।

প্রসঙ্গত, বোরহান উদ্দিন হায়দার অনলাইন নিউজ পোর্টাল বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপনের ভাগিনা।

আরও পড়ুন